প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে নারায়ণগঞ্জের পাঁচ পাঠাগারে বই উপহার

প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে নারায়ণগঞ্জের পাঁচটি পাঠাগারে বই উপহার অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পাঠাগারের সদস্যরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণেছবি: দিনার মাহমুদ

নারায়ণগঞ্জের পাঁচটি পাঠাগারকে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে ১ হাজার ২০০টি গল্প, উপন্যাস, কবিতা ও ছড়ার বই উপহার দেওয়া হয়েছে। আজ শুক্রবার নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনের সেমিনার হলে পাঠাগারগুলোর প্রতিনিধিদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়।

আজ নারায়ণগঞ্জের বন্দরের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার, শহরের তল্লা এলাকার সাধারণ পাঠাগার, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার প্রবীণ হিতৈষী সংঘ পাঠাগার, শহরের চানমারী এলাকার শ্রুতি বিদ্যাপীঠ পাঠশালা ও নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভা পাঠাগারকে বই উপহার দেওয়া হয়েছে।

আজ বেলা ১১টার দিকে পাঠাগারগুলোর প্রতিনিধিদের হাতে বইগুলো তুলে দেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম, বিকাশ লিমিটেডের মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক হীরক দেব রায়, এশিয়াটিকের সিনিয়র এক্সিকিউটিভ সারোয়ার জাহান, প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার অর্থ সম্পাদক মৌন লাকী।

আয়োজকেরা বলেন, বিকাশ সারা বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ৭৫ হাজার বই বিতরণ করবে। আর এই উদ্যোগের সহযোগী হিসেবে আছে প্রথম আলো ট্রাস্ট। এই উদ্যোগে সহায়তা করতে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রথম আলো ট্রাস্টে বই কেনার জন্য যে কেউ চাইলে অনুদানও দিতে পারেন। ইতিমধ্যে অনেক মানুষের ছোট ছোট অনুদান এক করে এই উদ্যোগের আওতায় ২০২২ সাল পর্যন্ত ৭২ হাজার ৫০০টি বই বিতরণ করা হয়েছে। বর্তমানে ২০২৩ সালের বই বিতরণ কার্যক্রম চলছে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি তাঁর বক্তব্যে বলেন, ‘সারা দেশে বইয়ের বিস্তার ছাড়া আমাদের পরিবর্তনও কোনোভাবে সম্ভব নয়। আমরা যে যা-ই বলি না কেন, সংস্কৃতি ও মানুষের পরিবর্তন ছাড়া রাজনীতির পরিবর্তন হবে না এবং আমরা যে কাঙ্ক্ষিত সমাজ চাই, সেই সমাজ প্রতিষ্ঠা হবে না। আর সেই পরিবর্তনের জন্য পড়াশোনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আলোকিত মানুষ হতে হলে বই পড়তে হবে, প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম বলেন, বই মানুষের মানসিক বিকাশের মাধ্যমে চিন্তার শক্তিকে দুর্বল থেকে জাগ্রত করে। বই পড়ার অভ্যাস চিন্তার শক্তিকে প্রসারিত করে। বিকাশ ও প্রথম আলো ট্রাস্টকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান তিনি।

বিকাশের মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক হীরক দেব রায় বলেন, বিকাশ সারা বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগারে মোট ৭৫ হাজার বই বিতরণ করেছে। বিকাশের এই বই বিতরণের উদ্যোগের সঙ্গে সহযোগী হিসেবে আছে প্রথম আলো ট্রাস্ট। আজ নারায়ণগঞ্জের পাঁচটি পাঠাগারে গল্প, উপন্যাসসহ ১ হাজার ২০০ বই বিতরণ করা হয়েছে। মাসখানেক আগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আট শতাধিক ধারাপাত ও অক্ষর শেখার বই বিতরণ করা হয়। ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

বই গ্রহণে করে প্রতিক্রিয়ায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের সংগঠক সাইফুল ইসলাম বলেন, ২০১৯ সালে মৌলবাদ, কিশোর গ্যাং ও মাদকাসক্তে পরিপূর্ণ একটি এলাকায় তাঁদের পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। এর পর থেকে মানুষের ভালোবাসায় দিন দিন পাঠাগারটি বড় হচ্ছে। সেই সঙ্গে পরিবর্তন হচ্ছে সমাজের অনেকের চিন্তার।