গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এ এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই হাজতি হলেন—গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর এলাকার নেহাল উদ্দিন (৬৫)।

কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন নেহাল উদ্দিন। এ সময় তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান। কালিয়াকৈর থানায় করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ২০২২ সালের ১১ নভেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নেহালের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।