পলাশে জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের সদস্য গ্রেপ্তার

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের হাতে গ্রেপ্তারের পর হিজবুত তাহ্‌রীরের কর্মী জুয়েল ভূঁইয়া
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল মঙ্গলবার রাতে পলাশের ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে থেকে জুয়েল ভূঁইয়া (২৬) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

জুয়েল ভূঁইয়া শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের আবুল ভূঁইয়ার ছেলে। তাঁকে গ্রেপ্তারের তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন।

পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে জুয়েলকে গ্রেপ্তারের জন্য নজরদারিতে রেখেছিলেন অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা। তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাশে তাঁর অবস্থানের খবর নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে এটিইউর উপপরিদর্শক (এসআই) জিশান আহমেদের নেতৃত্বে একটি দল ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চায়ের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করেন তাঁরা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও নিষিদ্ধ সংগঠনের লিফলেট জব্দ করা হয় বলে পুলিশের দাবি।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, গ্রেপ্তার জুয়েল ভূঁইয়া হিযবুত তাহ্‌রীরের নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ে লিফলেট বিতরণের কাজ করতেন। গতকাল রাতেই তাঁর বিরুদ্ধে এটিইউর এসআই জিশান আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।