বগুড়ায় বিপণিবিতানে আগুন, ১৭টি দোকানের মালপত্র পুড়ে ছাই

বগুড়া শহরের রেলস্টেশন সড়কে শাপলা সুপার মার্কেটে আজ রোববার সকালে আগুন লাগেছবি: প্রথম আলো

বগুড়া শহরে রেলস্টেশন সড়কে শাপলা মার্কেটে আগুনে ১৭টি দোকানের মালপত্র পুড়ে গেছে। আজ রোববার সকাল সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রেলওয়ে শাপলা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, সকাল সাতটার দিকে মার্কেটের একটি পোশাকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১৭টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঈদের আগে কেউ সর্বস্ব বিক্রি করে, কেউ ধারদেনা করে ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন নিঃস্ব প্রায়।

আগুনে দোকানের পোশাক পুড়ে গেছে। তা থেকে বাছাই করছেন এক দোকানি
ছবি: প্রথম আলো

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, সকাল ৭টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ৭টা ৫৮ মিনিট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। বগুড়া ছাড়াও শেরপুর, শাজাহানপুর ও কাহালু থেকে আসা মোট নয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মঞ্জিল হক আরও বলেন, আগুনে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বগুড়া শহরের রেলস্টেশন সড়কে শাপলা মার্কেটের অবস্থান। মূলত নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের পোশাক কেনাকাটার জন্য বিপণিবিতানটি পরিচিত। এখানকার ব্যবসায়ীরা জানান, ঈদ সামনে রেখে ধারদেনা করে মালামাল তুলেছিলেন তাঁরা। খুচরা বিক্রির পাশাপাশি তৈরি পোশাক, সিটকাপড় ও গার্মেন্টস পণ্যের পাইকারি বেচাকেনা হয়ে থাকে। এসব ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি কয়েকটি ছাপাখানাও রয়েছে। অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে ছাপাখানাও পুড়েছে।