চাচার সঙ্গে মেঘনায় গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাচার সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশনন্দী পূর্বপাড়া এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো বিশনন্দী পূর্বপাড়া এলাকার কবির হোসেনের ছেলে মো. আদনান ও আবদুল হকের ছেলে মো. আবদুল্লাহ। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই, দুজনেরই বয়স ৪ বছর।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে দুই শিশু তাদের চাচা আবদুল আজিজের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যায়। মেঘনায় নামার পর নদীর স্রোতে দুই শিশু তলিয়ে যায়। প্রবল স্রোতের কারণে শিশুদের সঙ্গে থাকা আবদুল আজিজ তাঁদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ। একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনেরা নিহত শিশুদের বাড়িতে ভিড় জমিয়েছেন।