বিয়ের আগের দিন কেনাকাটা করতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার যুবক

ছিনতাইপ্রতীকী ছবি

সিলেটে ব্যাংক থেকে টাকা তুলে কেনাকাটা করতে যাওয়ার পথে নন্দলাল সিংহ (৩৫) নামের এক যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর হাত-পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা প্রায় এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

আজ সোমবার বেলা দুইটার দিকে সিলেট নগরের বারুতখানা থেকে জেল রোড এলাকা দিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন নন্দলাল। তিনি নগরের লালাদীঘির পাড় এলাকার বাসিন্দা। কাল মঙ্গলবার তাঁর বিয়ে হওয়ার কথা রয়েছে।

ছিনতাইয়ের শিকার ওই যুবকের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নন্দলাল সিংহ বিয়ের কেনাকাটা করার জন্য সোমবার দুপুরে সিলেট নগরের বারুতখানা এলাকার একটি ব্যাংক থেকে টাকা তোলেন। পরে সেখান থেকে জেল রোড এলাকা দিয়ে বন্দরবাজারের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা কয়েক যুবক তাঁকে ঘিরে ধরে টাকা দাবি করেন। এ সময় টাকা দিতে বিলম্ব হলে তাঁরা তাঁকে ছুরিকাঘাত করে তাঁর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই যুবকের হাতে ও পায়ে একাধিক স্থানে ছুরিকাঘাত রয়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সোমবার বিকেলেই নন্দালাল বাসায় ফিরেছেন। তাঁর এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘটনার পর থেকে নন্দলাল সিংহ ভেঙে পড়েছেন। কারও সঙ্গে ঘটনা সম্পর্কে তেমন কথা বলছেন না। হাসপাতাল থেকে ফেরার পর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েছেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ছিনতাইয়ের শিকার যুবক কোনো অভিযোগ দেননি। হাসপাতাল থেকে কাউকে কিছু না বলে বাড়ি ফিরে গেছেন। তাঁর খোঁজ নিতে পুলিশের এক কর্মকর্তাকে তাঁর বাড়িতে পাঠানো হয়। কিন্তু চিকিৎসা নিয়ে ঘরে ফেরার পর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ায় তাঁর সঙ্গে ওই কর্মকর্তা কথা বলতে পারেননি। ওসি বলেন, ছিনতাইয়ের শিকার ওই যুবক অভিযোগ না করলেও পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের ঘটনাস্থলসহ বিস্তারিত তথ্যের জন্য পাঠান। বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনার শিকার যুবক অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।