নৌঘাটে ঘরমুখী মানুষের চাপ, দেরিতে ছাড়ল ফেরি

সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ফেরি। আজ সকালে বাঁশবাড়িয়া ঘাটেছবি; প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ফেরি কর্তৃপক্ষ। অতিরিক্ত যাত্রী ও যানবাহন কারণে আজ শুক্রবার সকালে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর দ্বীপ উপজেলা সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কপোতাক্ষ। এদিকে সন্দ্বীপমুখী যাত্রীদের চাপ রয়েছে সীতাকুণ্ডের কুমিরা নৌঘাটেও। টিকিট কাটার পর স্পিডবোটে উঠতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

বাঁশবাড়িয়া ঘাটে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেরিতে করে সন্দ্বীপে যেতে রাত থেকে ঘাটে ভিড়তে থাকে যাত্রীবাহী ও পণ্যবাহী বিভিন্ন যানবাহন। ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ছয়টায় ফেরি ছাড়ার কথা। এ জন্য সকাল ছয়টার দিকে ফেরিতে গাড়ি ওঠানো শুরু হয়। তবে প্রতিযোগিতা করে গাড়ি নিয়ে ফেরিতে উঠতে গিয়ে চালকদের মধ্যে হট্টগোল তৈরি হয়। এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ছাড়তে হয় ফেরিটি। ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড়ের কারণে পা ফেলার জায়গা ছিল না।

সকালে ফেরিটিতে করে সন্দ্বীপে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। তিনি প্রথম আলোকে বলেন, ‘সকাল সাতটায় ঘাটে গিয়ে দেখি, পা ফেলার জায়গা নেই। অনেক যাত্রীবাহী বাস ফেরিতে জায়গা পায়নি। দ্বিতীয় ট্রিপেও কিছু বাস যেতে পারবে না দেখে যাত্রীরা টিকিট কেটে ফেরিতে উঠে যান।’

পরিবারের পাঁচ সদস্য নিয়ে ফেরিটিতে করে সন্দ্বীপে যাচ্ছিলেন একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা শামসুদ্দিন স্বপন। তিনি বলেন, চট্টগ্রাম নগরের হালিশহর থেকে সন্দ্বীপের এনাম নাহারে যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে উঠেছিলেন তিনি। ঘাটে পৌঁছাতে দেরি হওয়ায় তাঁদের বাসটি ফেরিতে উঠতে পারেনি। এ অবস্থায় তাঁরা টিকিট কেটে ফেরিতে উঠে গেছেন। ফেরির টিকিটের জন্য বাড়তি কিছু খরচ হলেও দীর্ঘক্ষণ অপেক্ষার দুর্ভোগ থেকে রক্ষা পাওয়ায় তিনি খুশি।

জানতে চাইলে ফেরির মাস্টার শামসুল আলম প্রথম আলোকে বলেন, ফেরিতে ওঠার র‍্যাম্প স্থান বিচ্যুত হওয়ার কারণে গাড়ি উঠতে কিছুটা সমস্যা হয়েছিল। এ ছাড়া বিভিন্ন গাড়ির চালকদের মধ্যে ঝামেলার কারণে ফেরিতে গাড়ি উঠতে দেরি হয়েছে। তাই দেড় ঘণ্টা দেরিতে ফেরি ছাড়তে হয়েছে। আজ প্রথম ট্রিপে ৪টি বাস, ২টি ট্রাক, ২৪টি প্রাইভেট কার, ৩৬টি মোটরসাইকেল ও দেড় শতাধিক যাত্রী নিয়ে বাঁশবাড়িয়া ঘাট থেকে ফেরি ছেড়েছে।

স্পিডবোটের জন্য দীর্ঘ সারি

ফেরিঘাটে মানুষের অপেক্ষা
ছবি; প্রথম আলো

সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপে স্পিডবোটে যাত্রী পারাপার করে দুটি প্রতিষ্ঠান। আজ সকাল ছয়টা থেকে এ দুটি প্রতিষ্ঠানের স্পিডবোটগুলো যাত্রী পারাপার শুরু করে। সকালে সরেজমিনে কুমিরা ঘাটে গিয়ে দেখা যায়, জেটিতে মানুষের দীর্ঘ সারি। সবাই স্পিডবোটে ওঠার অপেক্ষায় রয়েছেন। সন্দ্বীপ থেকে কোনো স্পিডবোট এলেই সেখানে ধারণক্ষমতা অনুযায়ী যাত্রীদের তুলে দেওয়া হচ্ছে।

ঘাটে কথা হয় সাহানুল্লাহ শানু নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, তিনি দুবাইপ্রবাসী। দেড় বছর আগে সন্দ্বীপে যেতে তাঁর লাগেজের জন্য ৩ হাজার টাকা এবং তাঁর ভাড়া হিসেবে ৪০০ টাকা দিতে হয়েছিল। এবার লাগেজসহ তাঁর কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে ৫৫০ টাকা। দুটি প্রতিষ্ঠানের স্পিডবোট চলাচল করায় খরচ কম হয়েছে বলে দাবি তাঁর।

স্পিডবোট চলাচলকারী একটি প্রতিষ্ঠানের মালিক জগলুল হোসেন প্রথম আলোকে বলেন, ঈদের আগে ছুটির দিন। তাই যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। অপর প্রতিষ্ঠানের টিকিট মাস্টার আবদুল হাকিম বলেন, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টায় তাঁদের কাউন্টার থেকে ২৫০টি টিকিট বিক্রি করেছেন। স্পিডবোট ছেড়ে গেছে ৭টি। প্রতি বোটের সর্বোচ্চ ধারণক্ষমতা ২২ জন।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওয়ালিউদ্দিন আকবর প্রথম আলোকে বলেন, ঈদে ঘরমুখী মানুষকে যাতে নৌঘাটে ঝামেলায় পড়তে না হয়, সে লক্ষ্যে সীতাকুণ্ডের কুমিরা ও বাঁশবাড়িয়া ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।