স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে চট্টগ্রামে চলছে গণ-অনশন
সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ ও আওয়ামী লীগের বিচার কার্যকর এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবিতে চট্টগ্রামে গণ–অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘অ্যান্টি রেপ ইউনিটি, চট্টগ্রাম’–এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জামালখান রোডের একাংশ কার্যত বন্ধ হয়ে যায়।
সন্ধ্যা সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন চলছিল। সরেজমিনে দেখা যায়, সড়কে প্ল্যাকার্ড ও ব্যানার ছড়িয়ে সড়কের ওপর বসে আছেন কয়েকজন নারী শিক্ষার্থী। তাঁদের সঙ্গে পেছনে দাঁড়িয়ে আছেন আরও ১০ জন শিক্ষার্থী। এ সময় তাঁরা ধর্ষণের প্রতিবাদে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এ ছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এতে বক্তব্য দেন অ্যান্টি রেপ ইউনিটির প্রতিনিধি মোহাম্মদ ইসতিয়াক, নাহিয়ান আবরার, মোহাম্মদ ইমদাদুল হক, তানিয়া আক্তার, সাইফুল ইসলাম, শরাফত হোসেন চৌধুরী, প্রত্যয় বড়ুয়া, রাকিব আল ইসলাম ও আহসানুল হক চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন সাকিরা ইসলাম, জান্নাতুল মাওয়াসহ অন্য নারী শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দেশে অপরাধ বেড়েছে। বিশেষ করে নারীদের নিরাপত্তাঝুঁকি বেড়েছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। সন্তোষজনক হলে কেন নারীরা ঘর থেকে বের হতে নিরাপদ বোধ করছেন না? কেন তাঁদের পরিবার আতঙ্কে?’
বক্তারা আরও বলেন, এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী। সড়কে যে ভোগান্তি হচ্ছে, সেটির জন্যও তিনি দায়ী। তাঁকে ব্যর্থতায় দায় নিয়ে পদত্যাগ করতে হবে। পরে কর্মসূচি থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন নেতারা।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির ফলে জামালখানসহ আশপাশের সড়কে যানজট দেখা গেছে। সন্ধ্যায় অফিস ছুটি হওয়ার যানজট তীব্র হয়। ফলে নগরের বাকি এলাকাগুলোতেও এর প্রভাব পড়ে। তবে বিকল্প সড়ক থাকায় যানজট তীব্র হয়নি।