শিশুদের কুড়িয়ে পাওয়া প্যাকেটে মিলল নবজাতকের লাশ

নবজাতক
প্রতীকী ছবি

সাত-আটজনের একদল শিশু তিতাস নদের পাড়ে খেলছিল। হঠাৎ তাদের নজরে পড়ে বড় একটি কাগজের প্যাকেট। প্যাকেটটি নদের কাদাজলে পড়ে ছিল। কৌতূহলী শিশুর দল প্যাকেটটি নদের পাড়ে তুলে এনে খুলেই চিৎকার দিয়ে ওঠে। প্যাকেটের ভেতরে দেখতে পায় মৃত এক মানবশিশু। পরে বড়দের ডেকে এনে দেখানোর পর প্যাকেট থেকে বের করা হয় নবজাতকের লাশ।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘটনা এটি। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতুর পাশ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে সরাইল থানার পুলিশ লাশ থানায় নিয়ে যায়।

নবজাতকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ পরীক্ষা করানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, নবজাতকের বয়স এক দিনের মতো হবে। ভূমিষ্ঠ হওয়ার পরপরই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। আজ ভোরে কেউ ওই স্থানে ফেলে রেখে গেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বেলা দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নবজাতকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি বলেন, এ বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি। গ্রামের চৌকিদার পাভেল মিয়া (২৬) বাদী হয়ে এ ব্যাপারে সরাইল থানায় অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ পরীক্ষা করানো হবে।