শ্যামনগরে টর্নেডোর আঘাতে ৪ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, জেলে নিখোঁজ

শ্যামনগরে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত বসতবাড়ি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিঞ্চি গ্রামে
ছবি: প্রথম আলো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ও কৈখালী ইউনিয়নে আকস্মিকভাবে টর্নেডোর আঘাত হেনেছে। এতে দুই ইউনিয়নের কালিঞ্চি, পূর্ব কৈখালী, বোসখালী ও পশ্চিম কৈখালী গ্রামের চার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছগাছালি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে টর্নেডোর সময় সুন্দরবন-সংলগ্ন মামুদো নদে রুহুল গাজী নামের এক জেলে নিখোঁজ হন। নিখোঁজ রুহুল গাজীর বাড়ি শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামে।

রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও কালিঞ্চি গ্রামের বাসিন্দা আজগর আলী বলেন, আকাশে প্রথমে কালো মেঘ দেখা যায়। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। হঠাৎ টর্নেডো শুরু হলে তাঁর বসতঘরের ছাউনি উড়ে যায়।

কালিঞ্চি গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান, জাহিদ গাজী, নূর ইসলাম, অবনী মণ্ডল, মো. অলিউল্লাহ, মুজিবর গাজী ও রেজাউল ইসলাম প্রথম আলোকে একই ধরনের তথ্য দেন। তাঁরা বলেন, আকস্মিক ঝড়ে তাঁদের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে

টর্নেডোর পর বিধ্বস্ত বসতবাড়িতে এক নারী। বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামে
ছবি: প্রথম আলো

কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার একটু আগে হঠাৎ টর্নেডো শুরু হয়। সুন্দরবনের রায়মঙ্গল নদের দিক আসা টর্নেডো ৩-৪ মিনিটের মধ্যে তাঁর ইউনিয়নের পূর্ব কৈখালী, পশ্চিম কৈখালী ও বোসখালী গ্রামে আঘাত হানে। এতে ৫০টি ঘরবাড়ি সম্পূর্ণ ও তিন শতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় সুন্দরবনের মামুদো নদে মাছ ধরার সময় পূর্ব কৈখালী গ্রামের রুহুল গাজী নিখোঁজ হন। টর্নেডোর আঘাতে শতাধিক গাছ উপড়ে গেছে।

রমজাননগর ইউপির চেয়ারম্যান আল মামুন বলেন, দুপুর ১২টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই টর্নেডো আঘাত হানে। এতে কালিঞ্চি গ্রামের ২৩টি বাড়ি সম্পূর্ণ ও ৫২টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দুই শতাধিক গাছ উপড়ে যায়। বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ঘটনাস্থলে প্রকল্প কর্মকর্তাকে কিছু ত্রাণসামগ্রী দিয়ে পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে রওনা দিয়েছেন।