রাজশাহীতে তালা খোলার দাবিতে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান

রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের তালা খোলার দাবিতে অবস্থান করছেন দলটির নেতা-কর্মীরা। বুধবার দুপুরে নগরের মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের বারান্দায়
ছবি: শহীদুল ইসলাম

রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের তালা খোলার দাবিতে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মামুনুর রশিদসহ অন্য নেতা-কর্মীরা।

আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁরা কার্যালয়ের সামনে অবস্থান নেন। বেলা আড়াইটার দিকে এই প্রতিবেদন লেখার সময় তাঁরা সেখানে অবস্থান করছিলেন।

বিএনপি নেতাদের দাবি, গতকাল মঙ্গলবার তাঁদের পূর্বনির্ধারিত পদযাত্রার কর্মসূচি ঠেকাতে কার্যালয়ে তালা লাগিয়ে দেয় পুলিশ। একই সঙ্গে কার্যালয়কে ঘিরে পার্শ্ববর্তী এলাকায় যানবাহন চলাচলও বন্ধ করে দেয়। এতে নগরের ভুবন পার্কে বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করতে পারেনি।

নগরের মালোপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী মহানগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থানরত বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের বলেন, তাঁদের কার্যালয় পুলিশ তালা লাগিয়েছে। তালা খুলে দেওয়ার জন্য পুলিশকে জানানো হয়েছে। তাঁরা সেই অপেক্ষায় অবস্থান করছেন।

এ ব্যাপারে রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, এটা বিএনপির একটা মিথ্যাচার। দলীয় কার্যালয়ে পুলিশ তালা লাগায়নি। পুলিশ তালা খোলার অনুমতিও দেবে না। বিএনপি তালা খুলে কার্যালয়ে বসবে, নাকি তালা ভেঙে বসবে, এটা বিএনপির ব্যাপার। তিনি আরও বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আছে। এক গ্রুপ হয়তো তালা লাগিয়েছে, আরেক গ্রুপ এসে পুলিশের দোষ দিচ্ছে।