হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুব ইউনিয়ন নেতার লাশ উদ্ধার

অন্তর চক্রবর্তী
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টার পর এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশটি উদ্ধার করেন।

ওই পর্যটকের নাম অন্তর চক্রবর্তী (৩২)। তিনি ঝালকাঠির কাঠপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। অন্তর ঢাকার মহাখালীতে একটি বেসরকারি কোম্পানির হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। গত শুক্রবার বেলা আড়াইটার দিকে নবনির্মিত সেনানিবাসের দক্ষিণ প্রান্তে ঘোড়াউত্রা নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন।

বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, অন্তর চক্রবর্তী বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের সাবেক শিক্ষার্থী। ২০১৬–১৭ মেয়াদে তিনি বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর যুব ইউনিয়নের তথ্য, সাংস্কৃতিক ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল দুই দিন নিখোঁজ পর্যটক অন্তর চক্রবর্তীকে উদ্ধারে অভিযান চালায়। আজ সকালে তাঁর লাশ ভাসমান অবস্থায় ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে গত শুক্রবার ছুটির দিনে কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে আসেন অন্তর চক্রবর্তী। মিঠামইন হাওর ঘুরে নিকলী ফেরার পথে নৌকার গলুইয়ে বসে গোসল করছিলেন তিনি। বেলা আড়াইটার দিকে নৌকা থেকে পড়ে যান তিনি।

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা বিবেচনায় নিয়ে হাওর–অধ্যুষিত করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সতর্ক থাকতে বলা হয়েছে। যেসব জায়গা বিপজ্জনক, সেসব জায়গায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি নৌকায় ভ্রমণ ও পানিতে গোসলের বিষয়ে কড়াকড়ি আরোপ করার আদেশ দেওয়া হয়েছে। আনন্দ করতে এসে সবাইকে নিজের নিরাপত্তার বিষয়টি আগে ভাবা উচিত। একটু ভুলের জন্য পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসুক, এটা কারও কাম্য নয়।