ঢাকার সূত্রাপুরের এক নারীর লাশ পটুয়াখালী থেকে উদ্ধার
ঢাকার সূত্রাপুর এলাকার বাসিন্দা এক নারীর লাশ পটুয়াখালীর বাউফল থেকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির কাছে লাশটি পড়ে ছিল।
নিহত ওই নারীর নাম সিমা আক্তার (৩৫)। তিনি রাজধানীর সূত্রাপুর এলাকার প্রয়াত আবুল বাশারের মেয়ে। তাঁর মায়ের নাম রিনা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে লাশটি বিদ্যালয়ের সিঁড়ির কাছে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। প্রথমে ভয়ে কেউ পুলিশে খবর দেননি। পরে জানাজানি হলে জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। কিন্তু স্থানীয় কেউ ওই নারীকে চিনতে পারছিলেন না। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতায় প্রযুক্তির মাধ্যমে ওই নারীর পরিচয় শনাক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টির ২৫০ মিটারের মধ্যে কোনো বাড়ি নেই। বিদ্যালয়টিতে কোনো নৈশপ্রহরীও ছিল না। নির্জন জায়গা ভেবে দুর্বৃত্তরা ওই নারীকে এনে নির্যাতন করে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই নারীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর ওই নারীর পরিবারকে জানানো হয়েছে। তাঁর বাবা জীবিত নেই। স্বজনেরা আসার পর তাঁদের সঙ্গে কথা বলে মামলা করা হবে। লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ওই নারীর স্বজনেরা এসে পৌঁছাননি।