গাজীপুরে কারখানাশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

হত্যা
প্রতীকী ছবি

গাজীপুরে দুলাল মিয়া (৩৯) নামের এক কারখানাশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার সিএনজির মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত দুলাল মিয়া নেত্রকোনার কলমাকান্দা থানার চান্দাই গ্রামের মো. জাফর আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার ডিজাইন এক্সপ্রেস লিমিটেড নামের একটি কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করতেন।

গলা-বুক ছাড়াও ওই শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকা সিএনজির মাঠের নির্জন স্থানে আজ বেলা তিনটার দিকে রক্তাক্ত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ধারণা করছে, বিকেলের দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দুলালের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে গলা কেটে হত্যা করে তাঁর লাশ ফেলে রেখে পালিয়ে গেছে। গলা-বুক ছাড়াও ওই শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছিদ্দিক জানান, কে বা কারা কেন ওই কারখানাশ্রমিককে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।