জগন্নাথপুরে বিএনপির ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

গ্রেপ্তার
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সড়কে পরিবহন চলাচলে বাধা, গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে জেলা বিএনপির সহসভাপতি মল্লিক মঈন উদ্দিন সুহেলসহ ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কলকলিয়া পয়েন্টে সড়কে গাছ ফেলে চলাচলে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানোর চেষ্টাসহ নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করে গতকাল সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা বলেন, ‘পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের নেতা-কর্মীদের নামে হয়রানিমূলক মামলা করেছে। আন্দোলন বাধাগ্রস্ত করতেই পুলিশ এসব করছে।’