নাটোরের সিংড়া উপজেলায় খেলা দেখার সময় বুকে ফুটবল লেগে শুকর আলী (৫৫) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী দাখিল মাদ্রাসা মাঠে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ওই মাঠের পাশেই তাঁর বাড়ি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, প্রতিদিনের মতো পুন্ডরী দাখিল মাদ্রাসা মাঠে ফুটবল খেলছিল স্থানীয় কয়েকজন কিশোর। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শুকর আলী কৃষিকাজ শেষ করে বাড়িতে ফেরার পথে ফুটবল খেলা দেখতে শুরু করেন। দুই মিনিটের মাথায় গোলপোস্ট ভেদ করে ফুটবল তাঁর বুকে এসে লাগে। এতে তাৎক্ষণিকভাবে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের দর্শকেরা ছুটে এসে তাঁর মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। অবস্থার অবনতি হলে তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত আটটার সময় এ প্রতিবেদন লেখার সময় তাঁর লাশ হাসপাতালে রাখা ছিল।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার কাছ থেকে মাত্র ৩০ ফুট দূরে শুকর আলী দাঁড়িয়ে ছিলেন। তিনি গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। গোলপোস্টে জাল না থাকায় ফুটবল সোজা তাঁর বুকে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আমি তাঁর বুকে হাত বুলিয়ে দিচ্ছিলাম। কিন্তু তিনি শ্বাস নিতে পারছিলেন না। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নিহতের স্বজনদের থানায় ডাকা হয়েছে। তাঁদের কাছে শুনে নিহতের লাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।