মানিকগঞ্জে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

শিশু ধর্ষণ
প্রতীকী ছবি: প্রথম আলো

মানিকগঞ্জ সদর উপজেলায় কাজের অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় মামলা করেছেন। ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে আক্কাস আলী (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্কাস পেশায় কৃষক।

মামলার এজাহার ও সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে ওই শিশু (১৩)। ১৮ অক্টোবর দুপুরে শিশুটির মা বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান আক্কাস আলী। তখন আক্কাসের বাড়িতেও কেউ ছিলেন না। বেলা তিনটার দিকে নিজের বাড়ির ঘরের বারান্দার কক্ষে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এ সময় প্রতিবেশী এক কিশোর এ ঘটনা দেখে শিশুটির মাকে জানায়।

শিশুটির মা এজাহারে উল্লেখ করেন, অভিযুক্ত ওই ব্যক্তি তাঁর প্রতিবেশী। ওই ব্যক্তি তাঁর মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। দরিদ্র ও অশিক্ষিত হওয়ায় তিনি প্রথমে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। তবে এ ঘটনায় বিচার চেয়ে বিচার না পেয়ে পরে থানায় মামলা করেন। তিনি ওই ব্যক্তির শাস্তি দাবি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে আক্কাস আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে অভিযোগ পেয়ে গতকাল বিকেলে তাঁকে আটক করা হয়। ওসি আমান আরও বলেন, আজ শুক্রবার আসামিকে আদালতে পাঠানো হবে। আগামীকাল শনিবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।