সিলেটের কুশিয়ারা নদীতে ভাসছিল অর্ধগলিত মরদেহ

লাশ
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বলে ধারণা করছে পুলিশ। মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় অনেকটা গলে গেছে, এতে চেহারা চেনা যাচ্ছে না।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুশিয়ারা নদীর বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া তেরাদল এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর কাকরদিয়া তেরাতল এলাকায় স্থানীয় লোকজন মরদেহটি ভেসে যেতে দেখে পুলিশকে খবর দেন। বিয়ানীবাজার থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় প্রথম আলোকে বলেন, মরদেহটি ভারত থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও পুলিশ নিহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।