সিরাজগঞ্জে পুকুরপাড়ে বসে থাকা যুবককে কুপিয়ে রেখে গেল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রুবেল হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে সাতটার দিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক বেলকুচি পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি বাবার সঙ্গে ঢেউটিনের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজের অবসরে মাঝেমধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে বসে থাকতেন রুবেল। গতকাল সন্ধ্যার দিকেও সেখানে বসে ছিলেন তিনি। এরপর কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে সেখানে ফেলে রাখে। স্থানীয় লোকজন রুবেলকে রক্তাক্ত-অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মরিয়ম খাতুনকে ডেকে নিয়ে যান।

মরিয়ম খাতুন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে আহত রুবেলের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত কোনো মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাঁকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার আজ সকালে প্রথম আলোকে বলেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে থেকে লাশ থানায় আনা হয়েছে। লাশের গলাসহ শরীরের বেশ কিছু স্থানে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।