যশোরে গুলি করে পালানোর সময় ধাওয়া দিয়ে ৩ অস্ত্রধারীকে ধরল জনতা

যশোর জেলার মানচিত্র

যশোরের মনিরামপুর উপজেলায় মানব মণ্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার কুলটিয়া গ্রামের মোড়ে একটি দোকানের মধ্যে এ ঘটনা ঘটে। আহত মানব মণ্ডলকে রাতেই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুলির পর মোটরসাইকেলে করে পালানোর সময় স্থানীয় লোকজন তাড়া করে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে তিন অস্ত্রধারীকে আটক করেছেন।

গুলিবিদ্ধ মানব মণ্ডল যশোরের মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মণ্ডলের ছেলে। তিনি আওয়ামী লীগের একজন কর্মী। শার্শা উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে (এনজিও) কাজ করেন তিনি।

আটক তিন অস্ত্রধারী হলেন অভয়নগর উপজেলার সমসপুর গ্রামের নারায়ণ মণ্ডলের ছেলে শিশির মন্ডল (৩০), একই উপজেলার বুইকরা গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুল হান্নান (৩২) এবং মনিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রি কলেজ থেকে ৩০০ গজ দূরে কুলটিয়া গ্রামের মোড়ে নিপুণ বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তির জ্বালানি তেলের দোকান আছে। শুক্রবার রাতে নিপুণ বিশ্বাসের সঙ্গে দোকানে বসেছিলেন মানব মণ্ডল। রাত সোয়া নয়টার দিকে দুটি মোটরসাইকেল এসে থামে দোকানের সামনে। দুটি মোটরসাইকেলে তিনজন করে ছয়জন লোক ছিলেন যাঁদের সবার মুখে মাস্ক ছিল। মোটরসাইকেল থেকে তিনজন নেমে দুজন দোকানের মধ্যে প্রবেশ করেন ও একজন বাইরে দাঁড়ান। দোকানের ভেতরে ঢুকেই একজন প্রথমে দোকানে থাকা তেলের ড্রামের মুখ খোলার লোহার দণ্ড দিয়ে মানব মণ্ডলের মাথায় আঘাত করতে উদ্যত হন। এ সময় তাঁর পাশে দাঁড়িয়ে থাকা অপর ব্যক্তি মানবকে লক্ষ্য করে গুলি করেন। গুলিটি তাঁর বাঁ পায়ের ঊরুতে লাগে। গুলির শব্দ শুনে পাশের লোকজন এগিয়ে আসলে দুটি মোটরসাইকেলে করে ছয় ব্যক্তি পালাতে শুরু করেন। লোকজন তাঁদের পিছু নেয়। অস্ত্রধারীরা যাতে বেরিয়ে যেতে না পারে সে জন্য স্থানীয়রা গ্রামের লোকজনকে সড়কে ব্যারিকেড দেওয়ার অনুরোধ করেন। এরপর দুই কিলোমিটার দূরে অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামের হরি মন্দিরের সামনে তিনজনকে ধরে ফেলেন এলাকাবাসী।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মামুনুর রশিদ বলেন, মানব মণ্ডলের বাঁ পায়ের ঊরু এবং ডান পায়ের হাঁটুতে ক্ষত আছে। ভেতরে কিছু পাওয়া যায়নি। ক্ষত দুটি গুলির বা অন্য কিছুর কি না পরীক্ষা না করে বলা যাচ্ছে না। তবে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানান চিকিৎসক।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, মানব মণ্ডলকে গুলি করে পালানোর সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। গুলি তাঁর বাঁ পায়ের ঊরুতে লেগেছে। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। আটক তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।