ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত ৬

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় আহত জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ আলী। আজ মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেছবি: প্রথম আলো

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিএনপি ও যুবদলের ছয় নেতা–কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ফুলবাড়ী শহরের নিমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী ও পৌর যুবদল কর্মী নুরুন্নবী বকুল।

আহত ব্যক্তিদের দুজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দিয়েছে যুবদল।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে আজ বিকেলে ফুলবাড়ী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে সমাবেশ আয়োজন করা হয়। পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওই কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতা–কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ছোট যমুনা নদীর ওপর নির্মিত সেতুর পূর্ব পাশে মিছিলের সামনে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এর মধ্যে ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে রাস্তার দুই পাশ থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন (দুলাল) বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে ককটেল নিক্ষেপ করেছে। এতে আমাদের কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন। কয়েক দিন আগে কাহারোল উপজেলা কার্যালয়েও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে।’

বিএনপির নেতা মোফাজ্জল হোসেন আরও বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসররা ঘাপটি মেরে আছে। সুযোগ বুঝে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। যত দ্রুত সম্ভব হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।