নেত্রকোনায় রেললাইনে মিলল ট্রেনে কাটা গৃহবধূর লাশ

লাশ
প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় রেললাইনে পাওয়া গেছে ট্রেনে কাটা পড়া গৃহবধূর লাশ। আজ শুক্রবার ভোরে বারহাট্টা রেলস্টেশনের কোয়ার্টার মসজিদসংলগ্ন এলাকায় ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূর নাম হেনা আক্তার (২৩)। তিনি বারহাট্টা রেলস্টেশন এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী।

হেনার স্বামী ওমর ফারুক বলেন, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতে একসঙ্গে ঘুমান তাঁরা। রেললাইনের পাশেই তাঁদের বাসা। আজ ভোরে হইচই শুনে বাসা থেকে বের হয়ে রেললাইনে গিয়ে দেখেন, তাঁর স্ত্রীর লাশ পড়ে আছে। কীভাবে এ ঘটনা ঘটল, তিনি কিছুই বুঝতে পারছেন না।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গতকাল রাতে ঢাকার কমলাপুর স্টেশন থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি আজ ভোরে বারহাট্টা রেলস্টেশনে পৌঁছায়। এই ট্রেনের নিচে হেনা আক্তার কাটা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। স্টেশনে নামা যাত্রীদের মধ্যে একজন রেললাইনের ওপরে লাশ দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করেন। পরে বারহাট্টা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানায়। ফাঁড়ির পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) সহকারী উপপরিদর্শক মো. ফজলুর রহমান বলেন, গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।