বোরকা পরে কৌশলে যাত্রীদের মুঠোফোন ও টাকা ছিনতাই করেন তাঁরা

নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট থেকে গতকাল রাত ১১টার দিকে এই তিনজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের নৌ পুলিশছবি: সংগৃহীত

ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চে বোরকা পরে কৌশলে ছিনতাই করার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের নৌ পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকার বাসিন্দা সাব্বির (২০), আরাফাত (২২) ও রুবেল (৩৪)।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামাল উদ্দিন বলেন, চক্রটি বোরকা পরে লঞ্চে ও লঞ্চঘাটে কোলাহলের মধ্যে কৌশলে লোকজনের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করলে শ্লীলতাহানির অভিযোগ এনে গণধোলাইয়ের ভয় দেখাত। অভিযোগ পেয়ে চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছিল। শুক্রবার রাতে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সাব্বিরকে বোরকা পরিহিত অবস্থায় ধরা হয়েছে।

কামাল উদ্দিন বলেন, এই তিনজনকে গ্রেপ্তারের সময় ছিনতাই করা দুটি মুঠোফোন ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। যাঁদের মুঠোফোন ও টাকা ছিনতাই করা হয়েছে, তাঁরা এসে এগুলো শনাক্ত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পাগলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক।