কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে অটোরিকশাচালক নিহত

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী

রংপুরের কাউনিয়ায় অরক্ষিত রেলগেটে ট্রেনে কাটা পড়ে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার এলাকার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত অটোরিকশাচালকের নাম মাহবুর রহমান (৪৬)। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি।

এদিকে দুর্ঘটনার পর তকিপল বাজার এলাকার রেলগেটে গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন প্রায় আধা ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখেন। এতে রেললাইনে আটকা পড়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস। পরে ৩৫ মিনিট দেরিতে কাউনিয়া স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলালউদ্দিন জানান, চালক মাহবুর খালি অটোরিকশা নিয়ে তকিপল বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে তকিপল বাজার এলাকার রেলগেট পার হওয়ার সময় লালমনিরহাটের বুড়িমারীগামী লোকাল ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রেনের নিচে পড়ে মাহবুরের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হেলালউদ্দিন আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাউনিয়ার স্টেশনমাস্টার হোসনে মোবারক বলেন, তকিপল বাজার এলাকার রেলগেটে একজন গেটম্যান সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টা ডিউটি করেন। এরপর সেখানে গেটম্যান থাকেন না। সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত পথচারীরা নিজ দায়িত্বে গেটটি পারাপার হবেন।