টেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথ ও ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হননি।

বিজিবি সূত্র জানায়, গতকাল রোববার রাতে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে বলে তথ্য পাওয়া যায়। উপজেলার হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত তল্লাশিচৌকির ৫০ গজ দক্ষিণে বেড়িবাঁধ দিয়ে চালানটি আসার কথা ছিল। এ তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ব্যাটালিয়ন সদর ও খারাংখালী চৌকির দুটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। আজ ভোরে এক ব্যক্তি মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বেড়িবাঁধের দিকে আসছিলেন। তখন বিজিবির টহল দল তাঁকে ধরার জন্য এগিয়ে যেতে থাকে। কিন্তু ওই ব্যক্তি দৌড়ে নাফ নদীতে ঝাঁপ দেন এবং মিয়ানমারের ভেতরে নাকফোঁড়া দ্বীপের দিকে পালিয়ে যান। এ সময় লুঙ্গি দিয়ে মোড়ানো একটি পোঁটলা উদ্ধার করা হয়।

ওই পোঁটলার ভেতর থেকে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ ও ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথ ও ইয়াবা বড়ি বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার পর সবার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।