ময়মনসিংহে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে তারাকান্দার তালদীঘি এলাকায়ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দার তালদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানটির চালক ও হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে কামরুল ইসলাম (২২), একই উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের আবদুল কাদির (৪৫) ও আকনপাড়া গ্রামের মিজানুর রহমান (৪৮)। এর মধ্যে আবদুল কাদির ও মিজানুর পিকআপ ভ্যানের যাত্রী হিসেবে হালুয়াঘাট থেকে ময়মনসিংহে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে সাতটার দিকে হালুয়াঘাট উপজেলা থেকে ময়মনসিংহের দিকে পিকআপ ভ্যান নিয়ে যাচ্ছিলেন চালক কামরুল ইসলাম। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দার তালদীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপটির। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক কামরুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় যাত্রী আবদুল কাদিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং মিজানুর রহমানকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।