ঝালকাঠি আদালতে ইভ্যালির রাসেলের জামিন, স্ত্রীর মালামাল ক্রোকের আদেশ

ইভ্যালির সাবেক চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল
ফাইল ছবি

ঝালকাঠিতে চেক প্রতারণার চারটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। আজ সোমবার ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক এইচ এম ইমরানুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেন। পৃথক আদেশে ইভ্যালির সাবেক চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের সব স্থাবর সম্পত্তি ও অস্থাবর মালামাল ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

এ তথ্য নিশ্চিত করেন রাসেলের আইনজীবী হাফিজুর রহমান। তিনি বলেন, চারটি মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরও মামলায় গ্রেপ্তার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

‘ইভ্যালি’ বাংলাদেশভিত্তিক একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। অল্প সময়ে অনলাইনে ক্রেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করলেও প্রতিষ্ঠানটি দ্রুতই গ্রাহক ভোগান্তি ও সমালোচনার মুখে পড়ে। ২০১৮ সালের ডিসেম্বরে মো. রাসেল এই কোম্পানি প্রতিষ্ঠা করেন।

২০২২ সালে ঝালকাঠি আদালতে রাসেলের প্রতিষ্ঠিত ইভ্যালির নামে চারটি চেক প্রতারণা মামলা করেছিলেন স্থানীয় তিনজন গ্রাহক। তাঁদের মধ্যে মো. মুস্তাহিদ আলম দুটি সিআর মামলা (সরাসরি আদালতে মামলা) করেছিলেন। পৃথক দুই মামলায় তাঁর দাবি ছিল ৬ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া ৫ লাখ ৯৫ হাজার টাকার দাবিতে মো. ইব্রাহীম খলিল ও ১৮ লাখ ১৭ হাজার ৭১ টাকা দাবি করে এনামুল হক দুটি সিআর মামলা করেছিলেন।

মামলার বাদী এনামুল হকের আইনজীবী মিজানুর রহমান বলেন, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঝালকাঠি কারাগারে আনা হয় আসামি রাসেলকে। আজ সকালে আদালতে সশরীর হাজির হলে পাঁচ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করা হয়।