জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৫ শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদ থেকে স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্য ২০১৫-১৬ সেশনের পাঁচ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড-২০১৯–এর জন্য মনোনীত করা হয়েছে। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে এক সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ডে মনোনীত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন কলা ও মানবিকী অনুষদের ডিন মোজাম্মেল হক।
মোজাম্মেল হক বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ডিনস অ্যাওয়ার্ড চালু করেছি। আট মাস ধরে আমরা এ বিষয়ে কাজ করেছি। স্নাতকে সর্বোচ্চ ফলাফল বিবেচনায় আমরা বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের (২০১৫-১৬) পাঁচ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছি। ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সর্বনিম্ন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সিজিপিএ–৩.৭৫। এর ওপরে যাঁদের সিজিপিএ আছে, তাঁদের মধ্যে সর্বোচ্চ ফলধারীদের মনোনীত করেছি।’
ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন কলা ও মানবিকী অনুষদভুক্ত চারুকলা বিভাগের রুবাইয়াত ইবনে নবী (সিজিপিএ–৩.৯৮), সমাজবিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের ফারাহ নাসরিন (সিজিপিএ–৩.৯৮), জীববিজ্ঞান অনুষদভুক্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুজ ভৌমিক পিয়াস (সিজিপিএ–৩.৯৮), বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) মো. আতা-ই-রাব্বি (সিজিপিএ–৩.৯৫) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের মোছা. নিলুফার ইয়াসমিন (সিজিপিএ–৩.৯৪)।
তবে আইন অনুষদ থেকে কোনো শিক্ষার্থীকে মনোনীত করা হয়নি। এর কারণ জানতে চাইলে মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা ডিনস অ্যাওয়ার্ডের জন্য সর্বনিম্ন সিজিপিএ–৩.৭৫ রেখেছি। আইন অনুষদের ওই সেশন থেকে কেউ এই সর্বনিম্ন ফল অর্জন করতে না পারায় কাউকে মনোনীত করতে পারিনি।’