কাঠের নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, ৩৬ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক ৩৬ রোহিঙ্গা। আজ দুপুরেছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে ইঞ্জিনচালিত কাঠের নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৩৬ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফের সাবরাং-মুন্ডার ডেইল ঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, আটক রোহিঙ্গাদের মধ্যে ৫ জন নারী, ১০ জন শিশু ও ২১ জন পুরুষ। তাঁরা বিজিবির হেফাজতে রয়েছেন।

বিজিবি জানায়, আটক রোহিঙ্গারা রাখাইন রাজ্যের আকিয়াবের পূর্ব নাশং এলাকার বাসিন্দা। সশস্ত্র গোষ্ঠীর কবল থেকে প্রাণ বাঁচাতে সাগরপথে তাঁরা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। পাঁচ দিন ধরে তাঁরা সাগরেই ছিলেন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সাগরে অবস্থানকালে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকাটি ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। বাংলাদেশি একটি মাছ ধরার ট্রলার নৌকাটি টেনে উপকূলে নিয়ে এসে বিজিবির কাছে হস্তান্তর করে। আটক ব্যক্তিদের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।