গোয়ালন্দে পদ্মা নদী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেলে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পূর্ব পাশে বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে দৌলতদিয়া ঘাট নৌ ফাঁড়ির পুলিশ।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন, উদ্ধার মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই যুবক ২০-২৫ দিন আগে মারা গেছেন। তাঁর বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। শরীরের বেশির ভাগ অংশ পচে কঙ্কাল বের হয়ে গেছে। দেখে চেনার উপায় নেই।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার দুপুরের দিকে বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার পদ্মা নদীতে অজ্ঞাতনামা গলিত লাশ ভাসতে দেখেন স্থানীয় কয়েক জেলে। তাঁদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম দৌলতদিয়া ঘাট নৌ ফাঁড়ি পুলিশকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের পরনে লুঙ্গি ও সাদা-কালো চেক গেঞ্জি ছিল।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে ময়নাতদন্ত হবে। পরিচয় পাওয়া না যাওয়ায় স্থানীয় আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।