উল্টো বিএনপির ২৬ নেতার নামে আ.লীগের মামলা

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় মঞ্চ ও চেয়ার ভাঙচুর, হামলা, লুটপাট, গুলিবর্ষণের ঘটনায় উল্টো আওয়ামী লীগ মামলা করেছে। বুধবার লালমাই থানায় মামলা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভুশ্চি গ্রামের বাসিন্দা মো. শাহ আলম। এতে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের নামে মামলা হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, ২৬ আগস্ট বেলা ২টা ১০ মিনিটে লালমাই উপজেলার উন্দানিয়া গ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা করেন বিএনপির নেতা–কর্মীরা। এতে আওয়ামী লীগের অন্তত ১০-১২ জন আহত হন।

মামলার আসামিদের মধ্যে গুলিবিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ খানের নামও আছে।
মামলার বাদী শাহ আলম বলেন, ‘বিএনপির ওরা আমাদের মিছিলে হামলা করেছে। তাই মামলা করেছি।’

বিএনপির নেতা-কর্মীদের আইনজীবী আক্তার হোসেন বলেন, ‘কুমিল্লার আমলি আদালত ৯–এ মামলার আবেদন করি। এ নিয়ে দুই দিনে একাধিকবার শুনানি হয়। কিন্তু মামলা আমলে নেওয়ার আদেশ হয়নি। আমরা অপেক্ষায় আছি।’

বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বলেন, ‘আমার বাড়িঘর ভাঙচুর হলো, লুটপাট হলো, চেয়ার ভাঙচুর হলো, আমাদের লোক গুলিবিদ্ধ হলো। এখন উল্টো আমাদের নামে মামলা দিল। ভিডিওতে অস্ত্রধারী যুবলীগ–ছাত্রলীগের নেতা–কর্মীদের দেখা গেছে অস্ত্র হাতে। পুলিশ আমাদের মামলা নেয়নি।’

ওসি হানিফ সরকার বলেন, ‘মামলা হয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এটা মারামারির মামলা। বিএনপির কেউ মামলা করতে আসেননি। আমরা তদন্ত করব। শুনেছি, বিএনপি আদালতে মামলার আবেদন করেছে।’