এক আসনে মনোনয়ন চেয়ে পেলেন অন্য আসনে, ‘হতবাক’ জাপার প্রার্থী

সিলেট জেলার মানচিত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। প্রার্থী ঘোষণা হওয়ার পর সিলেট-১ আসনে দল থেকে মনোনয়ন পাওয়া নজরুল ইসলাম ওরফে বাবুল ‘হতবাক’ হয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন।

নজরুল ইসলাম সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসনের জন্য দলীয় মনোনয়ন চাননি জানিয়ে বলেন, সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের জন্য মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে দল থেকে তাঁকে সিলেট-১ আসনের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এতে তিনি প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্তে যেতে পারেননি বলে তিনি জানান।

এর আগে চলতি বছরের জুনে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে মেয়র হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন নজরুল ইসলাম। নির্বাচনে বিজয়ী হয়েছিলেন নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

দ্বাদশ জাতীয় নির্বাচনে নজরুল ইসলাম ছাড়াও সিলেটের আরও পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় পার্টি। দলের মহাসচিব মুজিবুল হক গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সিলেটের বাকি আসনে জাতীয় পার্টির অন্য প্রার্থীরা হলেন—সিলেট-২ (বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ আংশিক) আসনে মকসুদ ইবনে আজিজ, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আংশিক) আসনে আতিকুর রহমান, সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর) এ টি এম তাজ রহমান, সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন।