নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন তরুণের
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আজ সোমবার দুপুরে আবারও স্থলমাইন বিস্ফোরণে তরিক উদ্দিন নামের ১৮ বছরের এক তরুণের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজারের হাসপাতালে পাঠানো হয়েছে বলে আজ সন্ধ্যায় পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন।
গত ২৪ জানুয়ারি একই উপজেলার আশারতলী সীমান্তে চার ঘণ্টার ব্যবধানে মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাঁদের দুজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, আজ দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী সীমান্তের শূন্যরেখা থেকে ২০০ মিটার ভেতরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ৪৭ ও ৪৮ সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বিস্ফোরণের পর তরিক উদ্দিনকে আহত অবস্থায় পাওয়া যায়। সঙ্গীরা তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। তাঁর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মৈষখুম গ্রামে। বাবার নাম রশিদ আহমেদ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানিয়েছেন, মাইন বিস্ফোরণে তরিক উদ্দিনের বাঁ পা উড়ে গেছে, বাঁ হাতেও আঘাত হয়েছে। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।