ভোলার পাঁচ নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ভোলার পাঁচটি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটে
ছবি: প্রথম আলো

ভোলা-লক্ষ্মীপুরসহ ভোলার পাঁচটি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও বৈরী আবহাওয়ার কারণে পাঁচটি নৌপথে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ সোমবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে।

ভোলা নদীবন্দরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, সাগর ও মোহনার মেঘনা নদী উত্তাল হওয়ায় ঝুঁকিপূর্ণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
নৌপথ পাঁচটি হচ্ছে ভোলার ইলিশা-মজুচৌধুরীরহাট (লক্ষ্মীপুর), বরিশাল-ভোলা-মজুচৌধুরীর হাট, হাকিমউদ্দিন-আলেকজান্ডার (লক্ষ্মীপুর), বেতুয়া (চরফ্যাশন, ভোলা)-ঢাকা ও হাতিয়া (নোয়াখালী)-মনপুরা (ভোলা)-ঢাকা। তবে ভোলা-ঢাকা, ইলিশা-ঢাকা ও ভোলা-বরিশাল নৌপথে লঞ্চ চলাচল করবে।

ভোলা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোলায় গতকাল রোববার রাত ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৬১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঘণ্টায় দুই থেকে আড়াই নটিক্যাল মাইল বেগে বাতাস বইছে। সমুদ্র ও মোহনায় ৩ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।

ইলিশা লঞ্চ ও ফেরিঘাটে খোঁজ নিয়ে জানা যায়, আজ সকালে লক্ষ্মীপুরের উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ইলিশা ফেরিঘাট থেকেও কোনো ফেরি ছেড়ে যায়নি। তবে ভোরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা একটি ফেরি সকাল ১০টার দিকে ইলিশা ফেরিঘাটে নোঙর করেছে। কিন্তু জোয়ারে ফেরিঘাট ডুবে থাকার কারণে ফেরি থেকে গাড়ি ওঠানামা করতে পারছে না।

ইলিশা ফেরিঘাটের মেরিন অফিসার মো. আল আমিন আজ সকালে প্রথম আলোকে বলেন, ইলিশায় দুটি ফেরিঘাট রয়েছে। একটি জোয়ারের সময় (হাইওয়াটার ঘাট) চালু থাকে। আরেকটি ভাটার সময় (লোওয়াটার ঘাট) চালু থাকে। গত মঙ্গলবার বৈরী আবহাওয়ায় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ঘাট দুটি বিকল হয়ে যায়। তিন দিন পরে লোওয়াটার ঘাটটি চালু হলেও হাইওয়াটার ঘাট এখনো চালু হয়নি। এরই মধ্যে আজ সকালে লোওয়াটার ঘাটে আবার ত্রুটি দেখা দিলে বিআইডব্লিউটিএ সংস্কারকাজ করে। এ ছাড়া জোয়ারও রয়েছে। এসব কারণে লক্ষ্মীপুর থেকে আসা একটি ফেরি ফেরিঘাটে নোঙর করলেও ফেরিতে গাড়ি ওঠানামা বন্ধ আছে।