ধানখেতে লাশ, ধারণা অন্য কোথাও থেকে এনে ফেলে যাওয়া
ময়মনসিংহের তারাকান্দায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা গ্রামের একটি পাকা সড়কের পাশের ধানখেত থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ বলছে, অন্য কোথাও থেকে মরদেহটি এনে রাস্তার পাশে ফেলে যাওয়া হতে পারে। তাঁকে দেখে আশপাশের কেউ চিনতে পারেনি। পরে তারাকান্দা থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিনসের প্যান্ট ও শার্ট পরিহিত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।