চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ২

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামে চায়ের দোকানে তর্কবিতর্কের জেরে ছুরিকাঘাতে এক কিশোরকে খুন করেছে তার বন্ধুরা। নিহত কিশোরের নাম সাজ্জাদ হোসেন। গত শুক্রবার রাতে নগরের খাজা রোড এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সাজ্জাদ।

নিহত কিশোরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনায় ৮ থেকে ১০ জন কিশোর অংশ নেয়। এ ঘটনায় সাজ্জাদের বাবা আবু সিদ্দিক চান্দগাঁও থানায় মামলা করলে মোহাম্মদ ফারুক (১৮) নামের এক তরুণ ও এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদ ফারুক নগরের খরমপাড়া এলাকার মোহাম্মদ রফিক আজিজের ছেলে।

পুলিশ জানায়, আসামিরা ও সাজ্জাদ পূর্বপরিচিত। খাজা রোড এলাকার একটি চায়ের দোকানে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ফারুকসহ অন্যরা সাজ্জাদকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাজ্জাদের বাবা থানায় মামলা করেন। পরে নগরের মৌলভীপাড়া, বাহির সিগন্যাল এবং হামিদচর এলাকায় অভিযান চালিয়ে ফারুক ও আরেক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।