বেনাপোলে জামায়াত–শিবিরের ২৩ নেতা গ্রেপ্তার
যশোরের বেনাপোল বন্দর থানা থেকে জামায়াত ও শিবিরের ২৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেনাপোল বন্দর থানার মহিষাডাঙ্গা গ্রামে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পাঁচটি তাজা কটকেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে মহিষাডাঙ্গা গ্রামের আশানুর রহমানের বাড়িতে গতকাল রাতে জামায়াত ও শিবিরের নেতারা গোপনে বৈঠক করছিলেন। খবর পেয়ে রাত পৌনে ১০টার দিকে যশোরের নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত ও শিবিরের নেতারা তাদের (পুলিশ) ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় তাঁরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। এরপর সেখান থেকে জামায়াত ও শিবিরের ২৩ নেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ওই ২৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।