গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বার মৃত্যু
গাজীপুর নগরের মোগরখাল এলাকায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ আরেক নারীর মৃত্যু হয়েছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নারীর নাম তাসলিমা আক্তার (৩০)। তিনি শেরপুরে নালিতাবাড়ী উপজেলার বাইগরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে গতকাল সোমবার দগ্ধ সীমা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত আটটার দিকে মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাড়িতে রান্না করছিলেন পারভিন আক্তার নামের এক নারী। এ সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে পারভিনসহ পাঁচজন দগ্ধ হন। তাঁদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাসলিমার মৃত্যু হয়। এ ছাড়া একই ঘটনায় দগ্ধ আরও তিনজন সেখানে চিকিৎসাধীন। তাঁরা হলেন পারভিন আক্তার (৩৫), তাঁর দেড় বছর বয়সী ছেলে আয়ান ও তানজিলা (১০)।
রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ব্যক্তিদের মধ্যে এক অন্তঃসত্ত্বার আজ মৃত্যু হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।