বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলেন আরও একটি নতুন বাস

আজ সোমবার বেলা একটার দিকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন
ছবি: প্রথম আলো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য যুক্ত হলো আরও একটি নতুন মিনিবাস। আজ সোমবার বেলা একটার দিকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে মোট ২০টি বাস যুক্ত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ছাদেকুল আরেফিন বলেন, প্রতিষ্ঠার পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে ধারাবাহিকভাবে অগ্রগতি দেখিয়ে যাচ্ছে। প্রতিবছরই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নতির পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রচেষ্টাও চলছে জানিয়ে উপাচার্য বলেন, নতুন হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোসহ অন্যান্য খাতে সমস্যা আছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ধীরে ধীরে সব সমস্যার সমাধান হচ্ছে।

শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি বহুতল হল নির্মাণ করা হয়েছে। এতে আবাসন সমস্যা লাঘব হয়েছে। পরিবহন পুলে একের পর এক নতুন বাস যুক্ত হওয়ায় এই খাতে সমস্যা দূর হচ্ছে। তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, পরিবহনসহ অন্যান্য খাতের সমস্যাগুলোর সমাধান করতে আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রচেষ্টাও অব্যাহত আছে। এর সুফলও ইতিমধ্যে পাওয়া যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সাল হোসেন প্রথম আলোকে বলেন, ৩০ আসনবিশিষ্ট মিনিবাসটি প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে কেনা হয়েছে। এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে বাসের সংখ্যা দাঁড়াল ২০–এ।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (কোষাধ্যক্ষ) অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, পরিবহন পুলের ব্যবস্থাপক মেহেদী হাসান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।