ঝিনাইদহে খেতে কাজ করার সময় ছেলের কোদালের কোপে বাবা নিহত
ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে বাগ্বিতণ্ডার জেরে কোদালের কোপে বাবাকে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৬৫)। তিনি ওই গ্রামের তাইজেল হোসেন ওরফের তাজেরের ছেলে।
আবদার হোসেন নামের এক প্রতিবেশীর বরাতে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শাহাদাত হোসেন ও তাঁর ছেলে ফয়সাল হোসেন নিজেদের খেতে কাজ করতে যান। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে ছেলে ফয়সাল হাতের কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই শাহাদত হোসেন নিহত হন।
আরেক প্রতিবেশী আবদুল আলীম বলেন, ফয়সাল দুই বছর ধরে মানসিকভাবে এলোমেলো চলতেন। ইতিপূর্বে তিনি মাকেও মারধর করেছিলেন; তখন তাঁকে হাসপাতালে নিতে হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই-চণ্ডীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।