৩০ বছর পর কক্সবাজার শহর যুবলীগের সম্মেলন আজ, দুই পদে ৩৪ প্রার্থী
দীর্ঘ ৩০ বছর পর কক্সবাজার শহর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীরা উজ্জীবিত হলেও গোলযোগের আশঙ্কাও রয়েছে। সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ২৯ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আজ বেলা ১১টায় প্রথম অধিবেশনে আলোচনা এবং বিকেলে কাউন্সিল অধিবেশন হবে।
৩০ বছর পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে চাঙাভাব ফিরে এসেছে। শহীদ দৌলত ময়দান ছাড়াও শহরের বিভিন্ন সড়ক-অলিগলি সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থীদের পোস্টার, ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে ভরে গেছে। তৃণমূলের নেতা-কর্মীরা গোপন ভোটে নেতা নির্বাচন চান। কিন্তু একটি পক্ষ চাইছে, নতুন-পুরোনো মিলে কমিটি হোক।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকার কথা রয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফার। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম অতিথি হিসেবে কাউন্সিল অধিবেশন সম্পন্ন করবেন।
সম্মেলনে যোগ দিতে গতকাল বুধবার কক্সবাজারে পৌঁছেছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ। সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শেখ ফজলে নাঈম বলেন, দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। মেধাবী অনেক নেতা-কর্মী রাজনীতি থেকে ছিটকে পড়ছেন। এখন নতুন নেতৃত্ব সৃষ্টি করতে সম্মেলন হচ্ছে। তাঁরা চান, সৎ ও যোগ্যরা দলের নেতৃত্বে আসুক। তবে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসী, দখলবাজ, দাগি অপরাধীদের কমিটিতে ঠাঁই হবে না। গঠনতন্ত্র অনুযায়ী কমিটি হবে। প্রধানমন্ত্রীর ২০৪১ ভিশন বাস্তবায়নে স্মার্ট নাগরিক তৈরিতে যুবলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর জানান, শহর যুবলীগের সম্মেলন শেষে ১০ মার্চ রামু উপজেলা, ১১ মার্চ কুতুবদিয়া উপজেলা, ১২ মার্চ উখিয়া উপজেলা ও ১৩ মার্চ মহেশখালী উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। যুবলীগকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজাতে এ সম্মেলন ভূমিকা রাখবে।
দলীয় সূত্র জানায়, সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ২৯ জন নেতা কেন্দ্রীয় নেতার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সভাপতি পদপ্রত্যাশীরা হলেন শোয়েব ইফতেখার চৌধুরী, ডালিম বড়ুয়া, দিদারুল ইসলাম, মুমিনুল হক ও হেলাল উদ্দিন। ইফতেখার চৌধুরী বর্তমান কমিটির আহ্বায়ক ও ডালিম বড়ুয়া যুগ্ম আহ্বায়ক।
অন্যদিকে সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন কয়েকজন। তাঁরা হলেন মারুফ ইবনে হোসাইন, শাহেদ মো. এমরান, ইব্রাহিম আজাদ, এস এম জসিম উদ্দিন, মোনাফ সিকদার, ইসমাইল সাজ্জাদ প্রমুখ।