নবজাতককে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি, চিকিৎসায় বোর্ড গঠন

সড়কে জন্ম নেওয়া নবজাতক
ফাইল ছবি

রক্তে বিলিরুবিনের মাত্রা বেশি থাকায় ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনার সময় জন্ম নেওয়া নবজাতককে গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জন্মের পর থেকেই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়া ময়মনসিংহের বেসরকারি লাবীব হাসপাতালের মালিক মো. শাহ জাহান এ তথ্য জানান।

নবজাতকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যসচিব চিকিৎসক নজরুল ইসলাম ওই নবজাতককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটির রক্তশূন্যতা ও জন্ডিস আছে। এ ছাড়া কিছুটা শ্বাসকষ্টও আছে। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড শিশুটির চিকিৎসার ব্যাপারে ইতিমধ্যে একটি সভা করেছে।

আরও পড়ুন

লাবীব হাসপাতালের মালিক মো. শাহ জাহান বলেন, গতকাল রাতে নবজাতকের চোখ ও গায়ের বর্ণ কিছুটা হলুদ দেখা যায়। লাবীব হাসপাতালে নবজাতকের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক মো. কামরুজ্জামান তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরে রাতেই তাকে সেখানে ভর্তি করা হয়।

আরও পড়ুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান চিকিৎসক তোফাজ্জল হোসেন খান, সদস্যসচিব চিকিৎসক নজরুল ইসলাম।