সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ

শত শত দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটবাজার এলাকায়
ছবি: শফিকুল ইসলাম

চাঁদা না পেয়ে এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী-সন্তানকে মারধরের ঘটনার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটবাজার এলাকায় শতাধিক দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ শনিবার সকালে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বহুমুখী সমবায় সমিতি সূত্রে জানা যায়, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটবাজার এলাকায় গত সোমবার রাতে স্থানীয় মারুফ নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা ময়েন উদ্দিনের মনিহারি দোকানে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ময়েন উদ্দিনকে মারধর করেন তাঁরা। খবর পেয়ে ময়েন উদ্দিনের স্ত্রী জফেলা বেগম ও তাঁর ছেলে হীরা মিয়া এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এর প্রতিবাদে আজ সকাল ১০টার দিকে মারুফ ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটবাজার এলাকার শতাধিক ব্যবসায়ী সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তাঁদের দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বিক্ষোভ মিছিল শেষে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকার অগ্রণী ব্যাংকের সামনে সমাবেশ করেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। সমাবেশে বক্তব্য দেন জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ব্যবসায়ী ময়েন উদ্দিন, সমিতির উপদেষ্টা সাঈদ হুসাইন প্রমুখ।

ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, ‘সন্ত্রাসীদের চাঁদা দাবি ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে আমরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করছি। এ ঘটনায় দোষীদের বিচার চাই।’
সাত দিনের মধ্যে মারুফকে গ্রেপ্তার করা না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে জানিয়েছেন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।