নড়াইলে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর গাড়িবহরে হামলা

নড়াইলের আলোকদিয়া বাজারে বুধবার বিকেলে আওয়ামী লীগ নেতা এ এম আবদুল্লাহর গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা করা হয়
ছবি: প্রথম আলো

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের নেতা এ এম আবদুল্লাহর গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় এ এম আবদুল্লাহসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে নড়াইল সদর উপজেলার আলোকদিয়া বাজারে শাহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, নড়াইল-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী লেফটেন্যান্ট কমান্ডার এ এম আবদুল্লাহ (অব.) বুধবার বিকেলে একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও তিন শতাধিক মোটরসাইকেলে করে দলীয় নেতা-কর্মীদের নিয়ে লোহাগড়া উপজেলা থেকে রওনা হন। বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার আলোকদিয়া বাজারে শাহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে গাড়িবহর পৌঁছালে ৮-১০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। মাইক্রোবাস ও ১০-১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় এ এম আবদুল্লাহসহ ১০ জন আহত হন।

এ এম আবদুল্লাহ অভিযোগ করেন, তিনি নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। সদর উপজেলার মাইজপাড়া বাজারে বুধবার বিকেলে সমাবেশ ছিল। ওই সমাবেশে তিনি যাচ্ছিলেন। তিনি একটি মাইক্রোবাসে ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে আলোকদিয়া বাজারে তিনি কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি দিতে চেয়েছিলেন। তিনি গাড়ি থেকে নামার সময় ৮-১০ জন সন্ত্রাসী দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ‘এখানে এমপি রয়েছে, নতুন করে কে এমপি হবে’ বলেই তাঁর বহরের ওপর হামলা করে। তাঁর হাতে লাঠির আঘাত লাগে। হামলায় ১০-১২ জন আহত হয়েছেন। তিনি আর সমাবেশে যেতে পারেননি। তিনি বৃহস্পতিবার এ ব্যাপারে থানায় অভিযোগ দেবেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, ‘হামলার অভিযোগ পেয়েছি। তবে এ ব্যাপারে কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’