বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষকের প্রাণ কেড়ে নিল ইজিবাইক

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শিক্ষক আমিনুল ইসলাম (৪০)। কিন্তু বাড়িতে ফেরা হলো না তাঁর। পথে একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ উপজেলার ডেফলা সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার চরভবসুর এলাকার রমজান আলীর ছেলে। প্রাথমিক শিক্ষক সমিতি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি ছিলেন আমিনুল। এ ঘটনায় তাঁর সহকর্মী দেওয়ানগঞ্জ উপজেলার ‘দক্ষিণ ভাত খাওয়া’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মিয়া (৩৮) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিতে আমিনুল ও সুমন মিয়া একটি মোটরসাইকেলে করে জামালপুরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) আসেন। অনুষ্ঠান শেষে দুপুরের পর দুজন বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ফেরার পথে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ উপজেলার ডেফলা সেতুসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে আমিনুল ঘটনাস্থলেই মারা যান। তারপরও স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং সুমন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।