শ্রীপুরে কারখানায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাজে যাওয়ার সময় সড়কে ট্রাকের ধাক্কায় নুরুল ইসলাম (৫৫) নামের এক কারখানাশ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে আটটার দিকে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের বরামা চৌরাস্তায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম বরমী ইউনিয়নের বরামা গ্রামের কাদির মিয়ার ছেলে। তিনি বরামা গ্রামের মেঘনা গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

স্বজনেরা জানান, প্রতিদিনের মতো আজ সকালে নুরুল ইসলাম বাড়ি থেকে বাইসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের বরামা চৌরাস্তায় পৌঁছালে পেছন থেকে শ্রীপুর অভিমুখী দ্রুতগতির একটি ড্রামট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মাথা ও শরীরের অন্যান্য অংশে গুরুতর জখম হয়। দ্রুত স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর মধ্যে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, নুরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার কার্যক্রম চলছে।