যাত্রীবাহী বাসে ধাক্কা দিয়ে পালাল ট্রাক, বাসচালক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের ফার্মগেট এলাকায় দেবীগঞ্জ-ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন।

নিহত বাসচালকের নাম সুমন ইসলাম (৩০)। তিনি ‘তয়েজ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের চালক ছিলেন। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাঝাডোবা-শান্তিরহাট এলাকার হাসিবুল ইসলামের ছেলে।

বাসটির ডান পাশের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালকের আসনে বসা সুমন ইসলাম চাপা পড়েন।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, আজ ভোরে তয়েজ পরিবহন বাসটিতে যাত্রী নিয়ে ঢাকা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরে আসেন সুমন ইসলাম। পরে যাত্রী নামিয়ে তিনি বাসটি নিয়ে নীলফামারীর ডোমার উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় দেবীগঞ্জ-ডোমার সড়কের ফার্মগেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডান অংশ দিয়ে বাসটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে বাসটির ডান পাশের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালকের আসনে বসা সুমন ইসলাম চাপা পড়েন। পরে চালকের সহকারী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, সুমনের লাশের সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করা হয়েছে। সেই সঙ্গে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।