হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত চারজন একই পরিবারের সদস্য

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। গতকাল বুধবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের হরিতলা এলাকায়ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। নিহত চারজন একই পরিবারের সদস্য। আরেকজন প্রাইভেট কারের চালক।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের হরিতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. জামাল (৪০), তাঁর স্ত্রী কামরুন্নাহার (৩৫), তাঁদের একমাত্র সন্তান অনন্ত (১২) এবং ভাই মো. এনামুল (৩৫)। জামাল ও এনামুল ঢাকার সাভারে গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামে। নিহত চালক হারুন ব্যাপারীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামে। পুলিশ জানিয়েছে, তাঁরা সিলেটে মাজার জিয়ারত শেষে সাভার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সিলেট থেকে প্রাইভেট কারটি ঢাকার সাভার যাচ্ছিল। রাত দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কারটি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন মারা যান।

পরে লাশগুলো উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আনা হয়। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর জানান, নিহত ব্যক্তিদের মুঠোফোনের কললিস্ট ধরে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা এসে পৌঁছালে লাশ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।