পাল্লা দিয়ে চলছিল দুটি বাস, একটি উল্টে আহত ৮

দুর্ঘটনা কবলিত বাসছবি: নাসির উদ্দিন নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে

চট্টগ্রামের পটিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার শান্তিরহাট ভেল্লাপাড়া এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে একটির ধাক্কায় অন্য বাসটি উল্টে যায়।

দুর্ঘটনায় আহত আটজন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন মাহফুজ আলম (৩৪), মো. ইলিয়াস (৪২), মো. মন্তাজ (৩২), শাহ আলম (৩৫), আলী আহমেদ (৭০), রাজিব দে (৩৪), মহিউদ্দিন (৪০) ও অমিত দে (২০)। এর মধ্যে শাহ আলম, আলী আহমেদ, মহিউদ্দিন, অমিত দে ও মাহফুজ আলমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সুলতানা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার শিকার বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম নগরে যাচ্ছিল। আরেকটি বাসের ধাক্কায় এটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।