বাউফলে ইউপির উপনির্বাচন শেষে পুলিশের ওপর হামলা

বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে একটি কেন্দ্রে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউনিয়নের ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নাজিরপুর তাঁতেরকাঠী ইউপির চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী এস এম মোহসীন ৪ হাজার ৮৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ইব্রাহিম ফারুক ৪ হাজার ৮০৪ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপনির্বাচনে সারা দিন শান্তিপূর্ণভাবে ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে পুলিশ সদস্যরা বিকেল সাড়ে পাঁচটার দিকে ফিরে যাচ্ছিলেন। এ সময় নৌকার আওয়ামী লীগের প্রার্থী ইব্রাহিম ফারুকের কয়েক কর্মী-সমর্থক পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দিপক, কনস্টেবল মো. রাহাত ও মো. সজীব আহত হন। তাঁদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ সদস্য মো. রাহাত অভিযোগ করে বলেন, কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশের ওপর হামলা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসা. মারজান আফরিন বলেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন প্রথম আলোকে বলেন, তাঁরা এখনো নির্বাচনী কাজে ব্যস্ত। হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবে পুলিশ।